৫ মাসের মধ্যে কম রেমিট্যান্স আগস্টে
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ এএম

ছবিঃ প্রতীকি
ডলার–সংকটের ধারাবাহিকতায় কমছে প্রবাসী আয়। রেমিট্যান্স বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিলেও আশানুরূপ সাড়া মিলছে না। বরং ধারাবাহিকভাবে কমছে প্রবাসী আয়।
সদ্য বিদায়ী আগস্ট মাসে প্রবাসীরা ১৫৯ কোটি ৯৪ লাখ মার্কিন ডলারে সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলর ১০৯ টাকা ৭৫ পয়সা ধরে) ১৭ হাজার ৫৫৩ কোটি ৪১ লাভ টাকা।
এটি চলতি বছরের দ্বিতীয় সর্বোনিম্ন এবং ৫ মাসের মধ্যে সবচেয়ে কম রেমিট্যান্স। এর আগে গত ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠায় ১৫৬ কোটি ডলার। যা চলতি বছরের সর্বনিম্ন রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
কয়েক বছরের মধ্যে আগস্টে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ২১ দশমিক ৫৭ শতাংশ হ্রাস পেয়েছে, যা ২০২২-২৩ অর্থবছরে ২ দশমিক ০৩ বিলিয়ন এবং ২০২১-২২ অর্থবছরে ছিল ১ দশমিক ৮১ বিলিয়ন।
আগস্টে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৩১ লাখ ৯০ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ডলার। ১৩৭ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৩ লাখ ১০ হাজার ডলার।