ডলারের বিপরীতে দুই মুদ্রায় ঋণ দেওয়ার সিদ্ধান্ত ব্রিকসের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩ অগাস্ট ২০২৩, ০৮:১৭ এএম


ডলারের বিপরীতে দুই মুদ্রায় ঋণ দেওয়ার সিদ্ধান্ত ব্রিকসের

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডলারের বিকল্প হিসেবে স্থানীয় মুদ্রায় লেনদেন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ব্রিকস দেশগুলো। সেই পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকান ও ব্রাজিলীয় মুদ্রায় ঋণ দেওয়ার কথা জানিয়েছেন ব্রিকস নিয়ন্ত্রিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) প্রেসিডেন্ট দিলমা রুসেফ।

ব্রাজিলের সাবেক নেতা দিলমা রুসেফ সম্প্রতি একটি সাক্ষাৎকারে নতুন এই পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, সাংহাইভিত্তিক ঋণদাতা দেশগুলোর প্রায় ১৫টি দেশ ব্রিকসের সদস্য হওয়ার আবেদন করেছে। এর মধ্যে পাঁচটি দেশকে সদস্য অন্তর্ভুক্তিতে অনুমোদন দেওয়ার কথা বিবেচনায় নেওয়া হয়েছে। তবে কোন পাঁচটি দেশ—এ বিষয়ে তিনি কিছু জানাননি।

যখন যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞায় রাশিয়ার অর্থনীতি অনেকটাই কোণঠাসা এবং ভবিষ্যৎ মার্কিন নিষেধাজ্ঞার আতঙ্কে চীনসহ অনেক দেশ; ঠিক সেই সময় এমন সিদ্ধান্ত নিল ব্রিকস।

উল্লেখ্য, এনডিবি হচ্ছে ব্রিকস জোটের ফ্ল্যাগশিপ আর্থিক প্রকল্প। ব্যাংকটির লক্ষ্য হচ্ছে উদীয়মান দেশগুলোতে অর্থায়ন এবং আর্থিক ক্ষেত্রে ডলারের আধিপত্য কমিয়ে আনা।

Link copied