অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো চলছেঃ অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩১ অগাস্ট ২০২৩, ১০:৩৬ এএম


অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো চলছেঃ অর্থমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো চলছে বলে মনে করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, যারা বলছেন দেশের অর্থনীতির অবস্থা ভালো না, আসলে তারা অর্থনীতি বোঝেন না।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সভা শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখন আগের চেয়ে ভালো আছে। জিনিসপত্রের দাম বেড়েছে এটা সত্যি। তবে এটা হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক কারনে, যুদ্ধের কারনে।

বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা ও দূীর্ঘসূত্রতা আছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের বিজনেস কাউন্সিলের সাথে। তাদের সাথে বিজনেস নিয়ে আলাপ হয়েছে রাজনীতি নিয়ে নয় বলেও জানান তিনি।

তিনি আরো জানান, বিনিয়োগ করতে হলে বাংলাদেশে ট্যাক্স ব্যবস্থাকে কমানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিজনেস কাউন্সিল।

Link copied