দশ মাসের শিশু রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৩ পিএম

ছবিঃ সংগৃহীত
বরগুনার তালতলীতে ১০ মাস বয়সী শিশু সন্তানকে রেখে মীম আক্তার নামের এক গৃহবধূ মহিন চৌধুরী নামের পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে।
আজ দুই দিন ধরে শিশুটির কান্না কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না এবং খাবারও খাওয়ানো যাচ্ছে না। শনিবার দুপুরে সাংবাদিকদের কাছে এমনি অভিযোগ করেন ওই গৃহবধূর স্বামী রাসেল মুন্সি।
তিনি জানান, ২০১৭ সালে ঢাকায় থাকা অবস্থায় পারিবারিকভাবে ফরিদপুর জেলার ইন্তেজখার ডাংঙি গ্রামের রফিক বিশ্বাসের মেয়ে মীমের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় বরগুনা জেলার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া গ্রামের হক মুন্সীর ছেলে রাসেল মুন্সির সাথে।
বিয়ের পর ভালোই কাটছিল তাদের সংসার। ১০ মাস আগে তাদের ঘরে জন্ম নেয় ছেলে সন্তান ইমাম হাসানের। সন্তানের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে দৈনিক ২০০ টাকা সঞ্চয় করে ৫০ হাজার টাকা জমিয়েছিলেন তিনি।
১০ সেপ্টেম্বর সেই টাকা দিয়ে গরু কেনার কথা ছিল তার। কিন্তু গত ৭ সেপ্টেম্বর বিকেলে আমার মা অন্য বাড়িতে তালিমে গিয়েছিল আর আমি কাঠমিস্ত্রির কাজ করতে বাহিরে ছিলাম। আমার ছোট বোন আয়শামনি (১১) ও আমার সন্তানকে একটি ফার্মেসিতে বসিয়ে রেখে টাকা, কানের দুল ও ছেলের হাতের আংটি নিয়ে পালিয়ে যায়।
এর আগে আমতলী একে স্কুল সংলগ্ন মহিন চৌধুরী নামের একটি ছেলের সাথে আমার স্ত্রী ইমুতে কথা বলতো। আমি নিষেধ করার পর তারা হয়তো গোপনে কথা বলতো। আমার ধারণা ওই মহিন চৌধুরীর সাথে আমার স্ত্রী পালিয়েছে।
আজ দুই দিন ধরে শিশুটির কান্না কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না এবং খাবারও খাওয়ানো যাচ্ছে না। এ ঘটনায় তালতলী থানায় শনিবার একটি সাধারণ ডায়েরি করেছেন রাসেল মুন্সি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম খান বলেন, ওই গৃহবধূর স্বামী রাসেল মুন্সী তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে ব্যবস্হা গ্রহণ করা হবে।