প্রেমিক পুলিশের বাড়িতে প্রেমিকার অনশন
প্রকাশিত: ২৯ অগাস্ট ২০২৩, ০২:২২ পিএম

ছবিঃ সংগৃহীত
নাটোরের বাগাতিপাড়ায় বিয়ের দাবিতে রাজিকুল ইসলাম পাপ্পু নামে এক পুলিশ সদস্যের বাড়িতে অবস্থান করছেন কলেজছাত্রী।
গতকাল সোমবার সকাল থেকে এ অনশন শুরু করেন তিনি। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উপজেলার পাঁকা-সোলইপাড়া গ্রামের প্রেমিক পুলিশ সদস্য রাজিকুল ইসলাম পাপ্পুর বাড়িতে। সে ওই গ্রামের মোস্তফা ইসলামের ছেলে।
ভুক্তভোগী কলেজ ছাত্রী একই এলাকার গালিমপুর গ্রামের বাসিন্দা।
প্রায় ৯ মাস আগে রাজিকুল ইসলাম পাপ্পুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে প্রেমের সম্পর্ক রূপ নেয় দৈহিক সম্পর্কে। কয়েকদিন আগে সে বিয়ের জন্য চাপ দেয় প্রেমিক পাপ্পুকে, কিন্তু সে বিয়েতে রাজি না হয়ে নানা টালবাহানা শুরু করে বলে জানান ভুক্তভোগী তরুণী।
তিনি আরো জানান, পাপ্পুর পরিবারের সদস্যরা তাকে মারধরের পর বাড়ি থেকে বের দেয়। পরে বাড়ির গেটের সামনেই অনশন চালিয়ে যেতে থাকে সে।
অভিযুক্ত রাজিকুল ইসলাম পাপ্পু বলেন, তার বিরুদ্ধে সকল অভিযোগ সঠিক নয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন।