ওভারস্পিড ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৮ এএম


ওভারস্পিড ও ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর মহাসড়কে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের পুলিশ সুপারের দিক নিদের্শনায় আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম এর নির্দেশে মোবাইল ডিউটি টিম কর্তৃক বিভিন্ন ওভারস্পিড ও ত্রুটিপূর্ণ যানবাহন, হেলমেটবিহীন ড্রাইভারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ী জেলার ঢাকা-খুলনা ও ঢাকা-কুষ্টিয়া মহাসড়কে থ্রি হুইলার বন্ধ করা, হাইকোর্টের আদেশ অমান্য করে তিন চাকার অটোরিকশা ও থ্রি হুইলারগুলো বিভিন্ন সময় মহাসড়কে প্রবেশ করে চলাচল বন্ধ করা। অবৈধ এসব যানবাহন মহাসড়কে চলাচল করলে নিয়মিত মামলা দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

মহাসড়কে যেন থ্রি হুইলার না উঠতে পারে, এজন্য সব সময় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। রাজবাড়ী জেলার হাইওয়েতে নিরাপত্তা ব্যবস্থাসহ আইনশৃঙ্খলার উন্নয়নের জন্য জনসাধারণগণকে পুলিশের পাশে থেকে সার্বিক সহযোগিতার আহ্বান জানাচ্ছি। আমাদের এ অভিযান সারা বছরই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Link copied