সিরাজগঞ্জে স্বামীর পরকীয়া প্রেমের বলি হলেন গৃহবধু

মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৭ পিএম


সিরাজগঞ্জে স্বামীর পরকীয়া প্রেমের বলি হলেন গৃহবধু

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে পরকীয়ার প্রেমের বলি ফারজানা খাতুন (১৮) নামে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার সকালে সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের দত্তবাড়ি দিয়ারপাড়া গ্রামে স্বামীর ঘর থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়। মেয়ের মৃত্যুর ঘটনায় মায়ের আহাজারিতে শোকের মাতম বইছে।

১ সন্তানের জননী ফারজানা শহরের হোসেনপুর পুটিয়াবাড়ি মহল্লার ওয়াহেদ আলী সেখের কন্যা।

ফারজানার মা স্বপ্না খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, দত্তবাড়ি দিয়ারপাড়া গ্রামে আবু সামার ছেলে রতন এর সাথে দুই বছর আগে পারিবারিক ভাবে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে আমার মেয়েকে নির্যাতন করে। আমার পুতরার বউয়ের সাথে জামাইয়ের প্রেম ছিল তা আমরা জানি না। আমার মেয়েকে মেরে ফেলেছে। তিনি শুধু কান্না করে বলছে আমার মেয়ে হত্যার বিচার চাই। 

এ বিষয়ে সদর থানা উপ পরিদর্শক দানিউল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সিরাজগঞ্জ সদর থানা মামলার প্রস্তুতি চলছে বলে জানান নিহত ফারজানার বড় ভাই।

Link copied