সাংবাদিক ফোরামের সাথে গোলাম সরোয়ার ফোরকানের মতবিনিময়
প্রকাশিত: ১৯ অগাস্ট ২০২৩, ১২:০৫ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা-সদর উপজেলা, তালতলী-আমতলী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান তালতলীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
গতকাল শুক্রবার (১৮ আগষ্ট) রাত ৯ টার দিকে তালতলী সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ভাবে বরগুনা-১ (বরগুনা-সদর উপজেলা, তালতলী-আমতলী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ঘোষণা দেন গোলাম সরোয়ার ফোরকান।
তিনি বলেন, সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করছি। এলাকার অধিকাংশ দলীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মী আমার সাথে আছেন। আশা করি আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমার কাজের মূল্যায়ন করবেন। এমপি হতে পারলে সবাইকে নিয়ে অবহেলিত জনপদটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।
এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ধারাবাহিকতা, পরিকল্পনা ও ভবিষ্যত ভাবনা তুলে ধরেন। তিনি আরও বলেন, ২০০১ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমতলী-তালতলী (বরগুনা-৩) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
সেসময় সকল অত্যাচার নির্যাতন সহ্য করে আমি বরগুনা আমতলী তালতলী আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে এই জনপদে মাননীয় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি। তার মূল্যায়ন হিসেবে পরবর্তী উপনির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিয়েছিলেন। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মূল্যায়ন করবেন। এবং যতদিন বেঁচে থাকবো নৌকার পক্ষে কাজ করে যাবো ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন খান, আমতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা বেগম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মতিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন সবুজ প্রমুখ।