ঢাবি ছাত্রী অপহরণের ঘটনায় আটক ১
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০ এএম

ছবিঃ সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে অপহরণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী দ্বীপিতা চাকমাকে অপহরণের ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
রাঙামাটি থেকে বন্ধুদের সাথে সাজেক ভ্যালিতে যাওয়ার পথে বুধবার দুপুরে অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় অপহৃত দ্বীপিতা চাকমাকে উদ্ধারের পর রাতে অভিযান চালিয়ে অপহরণে জড়িত একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
প্রাথমিকভাবে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তির নাম দানপ্রিয় চাকমা (২৫)। তিনি সাজেক ইউনিয়নের দাড়িপাড়া গ্রামের অনিল কুমার চাকমার ছেলে। দ্বীপিতা চাকমাকে অপহরণের পর মোটরসাইকেলে করে তুলি নিয়ে যায় এই দানপ্রিয়।