বিজয় একাত্তর হল থেকে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২ এএম

ছবিঃ সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের সাততলা থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম কাজী ফিরোজ। তিনি ২০১৯-২০ সেশনের বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ও চাইনিজ ল্যাংগুয়েজ অ্যান্ড কালচার বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি গোপালগঞ্জে।
বিজয় একাত্তর হলের এক শিক্ষার্থী জানান, তাঁরা হঠাৎ একটি শব্দ পান। পরে বাইরে গিয়ে একজনকে (ফিরোজ) নিচে পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তাঁকে। দিবাগত রাত সোয়া একটার দিকে চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া গণামাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর ঢামেকে ফিরোজকে দেখতে আসেন ঢাবির জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ। তারাও ফিরোজের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ফিরোজ কীভাবে পড়ে মারা যান সে বিষয়ে কিছু জানাতে পারেননি তারা।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, বিষয়টি নজরে রাখছি।