সাজেকে অপহৃত হওয়া ঢাবি ছাত্রী উদ্ধার
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম

ছবিঃ সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক যাওয়ার পথে অপহরণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী দ্বীপিতা চাকমাকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু।
এর আগে রাঙামাটি থেকে বন্ধুদের সাথে সাজেক ভ্যালিতে যাওয়ার পথে বুধবার দুপুরে অস্ত্রের মুখে গাড়ি থামিয়ে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
রুইলুইপাড়া পর্যটনকেন্দ্রের কাছে জিরো মাইল এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার বন্ধুরা সাজেকে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান। এরপরই তাকে উদ্ধার করতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।