ঢাবিতে শেরপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে শুভ-মুন্না

রুদ্র দেব নাথ, জবি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৪ এএম


ঢাবিতে শেরপুর জেলা ছাত্র সংসদের নেতৃত্বে শুভ-মুন্না

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেরপুর জেলা ছাত্র সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৭-২০১৮ সেশনের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির রহমান (শুভ) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন মুন্না।

সংগঠনটির উপদেষ্টা সাবেক সভাপতি ও সেক্রেটারিদের অনুমতিক্রমে শনিবার (২ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির সভাপতি শামস্ মোহম্মদ নাসিফ ও সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার হাসান শাকিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি সাব্বির রহমান শুভ বলেন, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের কাজ করব এবং শেরপুর হতে আগত সব শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও উন্নয়নে কাজ করব। 

সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মুন্না বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শেরপুর জেলার প্রতিটি শিক্ষার্থীর কল্যাণের স্বার্থে কাজ করে যেতে চাই এবং তাদের যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

Link copied