জমি-জমার বিরোধে ভাতিজা খুন, চাচা ও চাচতো ভাই আটক
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩০ পিএম

ছবিঃ একাত্তর পোস্ট
জমি-জমার বিরোধে পটুয়াখালীর বাউফলে আপন চাচার হাতে ভাতিজা মোঃ আলামিন মৃধা (৩৫) খুনের ঘটনায় চাচা আবদুল মোতালেব (৫০) ও তার ছেলে লাবিব (১৮) কে আটক করেছে পুলিশ।
নিহত মোঃ আলামিন একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ শানু মৃধার ছেলে।
শনিবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বগা ফেরিঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার ১৩নং আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামে মোঃ আল আমিন মৃধা মিলঘর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে হাতেম আলী মৃধার বাড়ির সামনে পোঁছালে জমি-জমার বিরোধে চাচা আবদুল মোতালেব মৃধা ও চাচাতো ভাই মোঃ জাফরের নেতৃত্বে ৪-৫ জন আল আমিনকে এলোপাতাড়ি ভাবে ছুরিঘাকাত করে। স্থানীয় লোকজন আহত আল আমিনকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলামিনের পরিবারের দাবি, জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে একই বাড়ির চাচা মোতালেব মৃধা ও চাচাতো ভাই মোঃ জাফরের নেতৃত্বে ৪-৫ জন তাকে ছুরিকাঘাত করে খুন করেছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান একাত্তর পোস্টকে বলেন, শনিবার রাতে বগা ফেরিঘাট থেকে বাবা-ছেলেকে আটক করা হলেও এখন পর্যন্ত ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা করা হয়নি।