রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে স্পেশাল ট্রায়াল ট্রেন

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৩ পিএম


রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে স্পেশাল ট্রায়াল ট্রেন

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকায় যাবেন ট্রেনে চড়ে এটা এখন আর স্বপ্ন নয় বাস্তব। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ রুপে প্রস্তুত।

বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে ওই ট্রেন পথে ঈশ্বরদী থেকে ছেড়ে এসে রাজবাড়ী থেকে ফরিদপুরের ভাঙ্গা হয়ে স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকার কমলাপুরেরর উদ্দেশ্যে ছেড়ে যায় পদ্মা সেতু অফিশিয়াল ট্রায়াল রানের সম্পূর্ণ নতুন একটি ট্রেন।

জানা গেছে, আগামীকাল (৭ সেপ্টেম্বর) নতুন এই রেলপথ ব্যবহার করে প্রথম ঢাকা রেলওয়ে স্টেশন থেকে মাওয়া হয়ে ভাঙ্গা স্টেশনে যাবে ট্রায়াল ট্রেনটি। এরপর আগামী (১০ অক্টোবর)  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত এই রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার।

পদ্মা সেতুর ট্রায়াল ট্রেনের লোকোমাস্টার এনামুল হক বলেন, স্পেশাল এই ট্রায়াল ট্রেনের প্রথম লোকোমাস্টার হিসাবে পদ্মা সেতু পাড়ি দিয়ে কমলাপুর রেলস্টেশনে যাব এই অনুভূতি ভাষায় প্রকাশ করা মতো নয়। তবে খুবই ভালো লাগছে। গতকাল ট্রেনটি নিয়ে ঈশ্বরদী থেকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে আসি। আজকে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাব। 

রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, মঙ্গলবার সকাল পৌনে দশটার সময় ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী এসে পৌছায়। ট্রেনটি ৮ টি কোচ ও ১ টি ইঞ্জিন নিয়ে বুধবার সকালে পৌনে ১১টায় ছেড়ে গেছে। ট্রেনটি পদ্মা সেতু হয়ে কমলাপুর রেল স্টেশনে যাবে। বৃহস্পতিবার সকালে রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় আসবে।

Link copied