রাজবাড়ীতে ২৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত এসএসসি পরীক্ষার্থী

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশিত: ১৬ মে ২০২৩, ০৩:২৮ পিএম


রাজবাড়ীতে ২৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত এসএসসি পরীক্ষার্থী

ছবিঃ প্রতীকী

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর বালিয়াকান্দি এসএসসি পরীক্ষার্থী অপহরণের ২৫দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি। প্রবাসে বাবা আতঙ্কে রয়েছেন আর এদিকে দেশে মা মেয়েকে উদ্ধারে দ্বারে দ্বারে ঘুরছেন।

অপহৃত এসএসসি পরীক্ষার্থীর মা মঙ্গলবার (১৬ মে) দুপুরে ক্ষোভ নিয়ে বলেন, তার স্বামী দীর্ঘদিন যাবৎ কুয়েতে থাকেন। তিনি ২ কন্যাকে নিয়ে বাড়ীতে থাকেন। গত ২১ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে বাড়ীর পাশে ঘোরাঘুরি করছিল।

এ সময় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মো. মুকুলের ছেলে মো. হাসান (২০) মোটরসাইকেলে এসে জোড়পূর্বক তুলে নিয়ে যায়। মানসম্মানের ভয়ে গোপনে খোঁজাখুজি করতে থাকি।

এক পর্যায়ে জানতে পারি তাদের বাড়ীতেই আটকে রেখেছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে জানালে তারা স্থানীয় ভাবে আপোষ করে দেওয়া বলে কালক্ষেপণ করে ঘোরাতে থাকেন।

এখন মেয়েকে নিয়ে তারা (হাসান'রা) আত্নগোপন করে আছেন। এলাকায় কোন বিচার না-পেয়ে গত ৮ মে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করি। দীর্ঘ ২৫ দিন অতিবাহিত হলেও মেয়েকে ফিরে পাইনি। আমি মেয়েকে উদ্ধারে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি।

এ সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই পল্লব কুমার সরকার বলেন, আসামি গ্রেপ্তার ও অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Link copied