পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার-৫

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশিত: ৭ মে ২০২৩, ০১:৩২ পিএম


পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার-৫

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পদ্মা নদী থেকে বালু উত্তোলন কালে ৫ বালু উত্তোলন কারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার (০৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর চরকর্নেশন এলাকা থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে পদ্মা নদীর মধ্যে হতে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে বালু উত্তোলনে ব্যবহ্ত একটি ড্রেজার মেশিন ও প্রায় ৭০ মিটার লোহার পাইপসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার মজিদ শেখের পাড়া'র মৃত মাখন কীর্তনীয়া এর ছেলে জগদীশ সরকার (৫০), দৌলতদিয়া বাজার এলাকার মৃত আঃ রশিদ বেপারী'র ছেলে আবুল কালাম আজাদ (৪২), রাজবাড়ী সদর উপজেলার কাকিলদাইর এর আতর আলী শেখের ছেলে মোঃ শহিদুর রহমান(৫০), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম (দক্ষিনপাড়া) এলাকার মৃত আঃ নুর বেপারী'র ছেলে আক্তার হোসেন বেপারী (৪৭) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা এলাকার মৃত মালেক শিকদার এর ছেলে মো. আরিফ শিকদার (৪৭)।

রোববার (৭ মে) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

তিনি আরও বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করে রোববার দুপুরেই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Link copied