গোয়ালন্দে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী

প্রকাশিত: ১ মে ২০২৩, ১২:১০ পিএম


গোয়ালন্দে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ীর গোয়ালন্দে নানা কমসূচির মধ্যদিয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (০১ মে) বেলা ১১টায় বণাঢ্য এজ শোভাযাত্রা বের করে গোয়ালন্দ উপজেলা নিমার্ন শ্রমিক ইউনিয়ন। স্থানীয় শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব চত্ত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সংগঠনের সভাপতি  আবদুর রাজ্জাক সরদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও গোয়ালন্দ উপজেলায় আওয়ামী যুব লীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মো.রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো. উজ্জল মোল্লা প্রমূখ। অপর দিকে গোয়ালন্দ পৌর শহরের আড়তপট্টি মহল্লায় শোভাযাত্রা, আলোচনা সভা ও খাদ্য বিতরণ কমর্সূচি আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়ন।

Link copied