নান্দাইলে ভাগ্নের হাতে মামা খুন

ফজলে আরাফাত, নান্দাইল (ময়মনসিংহ)

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ১০:০৭ এএম


নান্দাইলে ভাগ্নের হাতে মামা খুন

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ জাহাঙ্গীরপুর গ্রামে ২৪ ই মার্চ শুক্রবার বাড়ির সীমানা বিরোধের জেরে মাজিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, নিহত মাজিম উদ্দিন  একই গ্রামের মৃত মগল মিয়ার পুত্র।

পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীরপুর দিগলাপড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে মাজিম উদ্দিনের সাথে ঝগড়া হয় ভাগ্নে আব্দুর রাশিদ, আল-আমিন , কাদির মিয়ার সাথে।

এক পর্যায়ে প্রতিপক্ষ ভাগ্নের কাঠের লাঠির আঘাতে মাজিম উদ্দিন গুরতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৪ টার দিকে রাস্তায় তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর শুনে খুনিরা বাড়ি থেকে পালিয়ে যায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, মামা ভাগ্নের মধ্যে বাড়ির সীমানা নিয়ে মারামারি হয়েছিল। পরে হাসপাতালে নেওয়ার সময় মারা যায়। মাজিম উদ্দিন লোক হিসাবে অনেক অমায়িক সহজ সরল ছিলো।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ মুঠোফোনে বলেন, খুনের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা দায়ের করা হলে দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে।

Link copied