জীবননগরে মেয়ের হাতে বাবা খুনের অভিযোগ

আবু বকর সিদ্দিক, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৬ অগাস্ট ২০২৩, ০৭:১৯ এএম


জীবননগরে মেয়ের হাতে বাবা খুনের অভিযোগ

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে বাবা কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। 

শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মতিয়ার রহমান মতি (৫৫)। তিনি কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

কেডিকে ইউনিয়ন পরিষদের ২ নম্বর (ইউপি) সদস্য মজিবর রহমান জানান, নিহত মতিয়ার রহমান ক্রোকারিজ সামগ্রী বিক্রি করতেন। তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার মেয়ে স্ত্রীর বিরুদ্ধে এ মর্মে আমি অবগত হয়েছি। 

এদিকে নিহত মতিয়ার রহমান তার মেয়েকে কু প্রস্তাব দিয়েছে বলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছেন ঘাতক মেয়ে ও মা।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নিহত মতিয়ারের দেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মা-মেয়েকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied