নেশাগ্রস্ত অবস্থায় চালাচ্ছিলেন মোটরসাইকেল, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

আবু বকর সিদ্দিক, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ এএম


নেশাগ্রস্ত অবস্থায় চালাচ্ছিলেন মোটরসাইকেল, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কায় সেলিম উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার বিকেল ৫টার দিকে জীবননগর উপজেলার উথলী-বেগমপুর সড়কের ছোটপোল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। 

নিহত সেলিম উদ্দিন দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামের নুর ইসলামের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৪) ও নজরুল ইসলামের ছেলে স্বপন আলী (২৫)। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, বিকেলে মোটরসাইকেলযোগে বেগমপুর থেকে উথলীর দিকে আসছিল তিন যুবক। এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উথলী-বেগমপুর সড়কের ছোটপোল নামক স্থানে ব্রীজের সাথে ধাক্কা দেয়।

এতে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেলিম উদ্দিনকে মৃত ঘোষনা করেন। বাকী দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে আধা বোতল বাংলা মদ উদ্ধার করা হয়েছে। ওই তিন যুবক নেশাগ্রস্থ অবস্থায় মোটরসাইকেল চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied