উল্লাপাড়ায় চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্য আটক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:২০ পিএম

ছবিঃ সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-১২। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো. আবুল হাশেম সবুজ।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার উল্লাপাড়া উপজেলার লাহেরী মোহনপুর এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেল সহ তাদের আটক করা হয়। আটককৃত চোর চক্র উল্লাপাড়ার আগরাহাট্টা এলাকার আবু হানিফ প্রাং এর ছেলে রিপন আলী (২০) ও সুকনাই এলাকার মৃত আঃ করিমের ছেলে মোতালেব আলী (৩০)।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির আটকের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো. আবুল হাশেম সবুজ। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে টিভিএস ব্র্যান্ডের একটি চোরাই মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামিরা দীর্ঘদিন যাবত উল্লাপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে ভাড়ায় চালিত মোটরসাইকেল টার্গেট করে বিভিন্ন জায়গায় যাওয়ার নাম করে চালককে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে মোটরসাইকেলের মালিককে মোবাইল ফোনের মাধ্যমে বিকাশে টাকার বিনিময়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা বলে।
আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাদের উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।