মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মনিরুজ্জামান মুন, লালমনিরহাট

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম


মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের হাতীবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় ধরনী কান্ত রায় নামের ষাটোর্দ্ধ বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটি আটক করে স্থানীয় ইউপি পরিষদে জমা দেন স্থানীয়রা। তবে মোটরসাইকেল চালক পালিয়ে যান।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার নওদাবাস বাজারে এ ঘটনাটি ঘটেছে।

নিহত ধরনী কান্ত রায় উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস গ্রামের মৃত বীরেন্দ্রনাথের ছেলে। এছাড়া তিনি একজন কৃষক।

প্রত্যক্ষদর্শী রাকিবুল হাসান রিপন বলেন, ওই বৃদ্ধ দুপুরে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার দইখাওয়া মোড় থেকে আসা দইখাওয়াগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. আল আকসা বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার কোন অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Link copied