আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা রাজ্জাক (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানামূলে আসামি মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা রাজ্জাককে গ্রেপ্তার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
রাজ্জাক রাণীশংকৈল পৌর শহরের ভাণ্ডারা এলকার মৃত মকবুল হোসেনের ছেলে এবং পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, আন্তজেলা মোটরসাইকেল সংঘবদ্ধ চোর চক্রের মূলহোতা ও কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে চলমান মোট ৪৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।