চুয়াডাঙ্গায় স্বামীর রডের আঘাতে স্ত্রীর মৃত্যু

আবু বকর সিদ্দিক, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ এএম


চুয়াডাঙ্গায় স্বামীর রডের আঘাতে স্ত্রীর মৃত্যু

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার পৌর এলাকার পারিবারিক কলহের জেরে স্বামীর রডের আঘাতে নয়নতারা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুমিরদিয়া গ্রামের কলোনীপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরই অভিযুক্ত স্বামী আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। 

নিহত নয়নতারা সুমিরদিয়া গ্রামের কলোনিপাড়ার লন্ডি ব্যবসায়ী আনোয়ার হোসেনের স্ত্রী। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে টুনির মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। সেখানে বেশ কিছু সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। তবে সে শঙ্কামুক্ত নয়। উল্লেখ্য, টুনি আনোয়ার হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা চলে আসছিল। এ কারণে প্রায় সময় নয়নতারা বাপের বাড়ি মেহেরপুরের পিরোজপুরে থাকতেন। ১০-১২ দিন পর গতকাল রাতে সন্তানদের নিয়ে বাপের বাড়ি থেকে সুমিরদিয়ায় স্বামীর বাড়ি আসেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন বলেন, দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বিরাজ করছিল। এরই জের ধরে স্ত্রীকে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে আনোয়ার। ঘটনাস্থলেই স্ত্রী মারা যায়।

সেই রডে মেয়ে টুনিও আঘাতপ্রাপ্ত হয়েছে। এ ঘটনার পরই অভিযুক্ত স্বামী আনোয়ার পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Link copied