নান্দাইলে অটোরিকশা ছিনতাই
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ১০:১১ এএম

ছবিঃ একাত্তর পোস্ট
ময়মনসিংহ নান্দাইল উপজেলার বাকচান্দা বাজারের ছাবালি চড় এলাকায় কাইয়ুম নামের হোসেনপুর থানার এক অটোচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জনগন।
বাকচান্দা বাজারের ব্যবসায়ি সুমন জানান শুক্রবার রাত ৯টার দিকে বাকচান্দা বাজারে দক্ষিণে খোলা জায়গায় পরে থাকতে দেখা যায় পরে স্থানীয়রা কাইয়ুমকে উদ্ধার করে সাময়িক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেন, বর্তমানে কিশোরগঞ্জ যশোদল হাসপাতালে চিকিৎসারত আছেন।
কাইয়ুমের পারিবারিক সুত্রে জানা যায়, কিশোরগঞ্জ হোসেনপুর থানার নরেন্দ্র বাজার থেকে তিন যাত্রি নিয়ে নান্দাইল উপজেলার বাকচান্দা বাজার থেকে কয়েক ফুট দূরে যায়তেই তাকে পিছন থেকে তিনজন আক্রমণ করে তার অটো নিয়ে পালিয়ে যায়।