স্যার শুধু আমার সহকর্মীই, অন্য কোনো সম্পর্ক নেইঃ সানজিদা
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৮ এএম

ছবিঃ সংগৃহীত
ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনার পর এডিসি হারুন অর রশিদকে বরখাস্তসহ এ বিষয়ে বহুমাত্রিকে ঘটনায় মুখ খুলেছেন ঢাকা মহানগর পুলিশের এডিসি (ক্রাইম-১) সানজিদা আফরিন নিপা।
তিনি গণমাধ্যমকে বলেছেন, হারুন স্যার শুধু আমার সহকর্মীই, অন্য কোনো সম্পর্ক নেই।
তিনি আরও বলেন, আমি সেদিন বারডেমে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। নিজের এলাকা হওয়ায় হারুন স্যার চিকিৎসকের সিরিয়াল নিয়ে দিয়েছিলেন।
শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন।
ভুক্তভোগীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।
ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় সাময়িক বহিষ্কৃত এডিসি হারুন অর রশিদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মাহাবুর রহমান শেখ সই করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।