এডিসি হারুনকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ এএম

ছবিঃ সংগৃহীত
ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে নির্যাতনকারী রমনা জোনের এডিসি হারুন অর রশীদের স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা। হারুনের শাস্তির দাবিতে ওই মানববন্ধন ও আমরণ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় সাবেক ছাত্রলীগ নেতা ও সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এডিসি হারুন মানসিক বিকারগ্রস্ত। অনেক কর্মসূচিতে তিনি নিজে হামলা করেছেন। ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর একাধিকবার হামলা করেছে। সবশেষ ছাত্রলীগের কেন্দ্রীয় দুজন নেতার ওপর নির্যাতন করেছে। তাই কর্মসূচি থেকে এডিসি হারুনের বদলি নয়, তাকে চাকরিচ্যুত করার দাবি জানাচ্ছি।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান বলেন, যেকোনো ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া মেনে বিচার হওয়া উচিত। আইন তার নিজস্ব গতিতে চলবে। এটা ফৌজদারি অপরাধ হয়েছে, বিচার হতে হবে।
ছাত্রলীগ নেতাকে পুলিশের নির্যাতনের ঘটনা নিয়ে পুলিশ কমিশনের সাথে কথা বলতে ডিএমপি হেড কোয়ার্টারে যান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে একজন বলেন, আমরা জানতে চাই কার মদদে এতটা বেপরোয়া হয়ে উঠেছেন এডিসি হারুন। আমরা অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর ওপর এমন হামলা দেখিনি।
এই অপরাধের পরও যদি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হয়, চাকরিচ্যুত করা না হয় তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।