হারুনের পর বদলী করা হতে পারে এডিসি সানজিদাকেও

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪০ পিএম


হারুনের পর বদলী করা হতে পারে এডিসি সানজিদাকেও

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রলীগ নেতাদের নির্যাতনকাণ্ডে সাময়িক বরখাস্ত এডিসি হারুন অর রশীদকে ইতিমধ্যে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ এর সাক্ষর করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

এরপর গুঞ্জন ওঠে এই কাণ্ডে জড়িত থাকা আরেক এডিসি সানজিদা আফরিনকেও রংপুরে বদলি করা হচ্ছে। গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এই নিয়ে আলোচনা।

তবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ফারুক হোসেন জানিয়েছেন, এডিসি সানজিদাকে রংপুরে বা অন্য কোথাও বদলির কোন আদেশ এখনো ডিএমপিতে আসেনি।

তবে পুলিশ সদর দপ্তরের অন্য একটি সূত্র জানায়, এডিসি সানজিদা আফরিনকে বদলির চিন্তা-ভাবনা চলছে।

উল্লেখ্য, এর আগে শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন।

ভুক্তভোগীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

Link copied