হারুনের ঘটনায় আরও পাঁচ দিন সময় চায় তদন্ত কমিটি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৮ এএম

ছবিঃ সংগৃহীত
শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশীদের মারধরের ঘটনা তদন্তে আরও পাঁচ দিন সময় চেয়েছে তদন্ত কমিটি।
নির্ধারিত দুই দিনে হারুনকাণ্ডের কুলকিনারা করতে না পারায় পুলিশের তদন্ত কমিটির পক্ষ থেকে আরও পাঁচ দিন সময় বাড়ানোর আবেদন করা হয়।
মঙ্গলবার এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্ত কমিটির পক্ষ থেকে আরও পাঁচ কর্মদিবস সময় চেয়ে ডিএমপি কমিশনার বরাবর আবেদন করা হয়।
শনিবার রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন।
ভুক্তভোগীরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।
ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় সাময়িক বহিষ্কৃত এডিসি হারুন অর রশিদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) শাহেন শাহ জানান, দুই দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ, সাক্ষ্যগ্রহণ, জিজ্ঞাসাবাদসহ অনেক কাজ বাকি আছে।