মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বললেন নাজমুল আলম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম


মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বললেন নাজমুল আলম

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বলেছেন। ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে নাজমুল আলম লিখেন, ইতিমধ্যে বাংলাদেশে আপনার সীমা অতিক্রম করেছেন। আমরা আপনার কর্মকান্ড নিয়ে গভীরভাবে চিন্তিত। মনে রাখবেন, এখন ১৯৭৫ নয়, এটা ২০২৩।

তিনি ফেসবুক পোস্টে আরও উল্লেখ করেন, এখন আমাদের লোকজন খুব ঐক্যবদ্ধ এবং আপনার নোংরা এজেন্ডা সম্পর্কে অত্যন্ত সম্মতি প্রদান করছে।

স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, দয়া করে ইউএসএ (যুক্তরাষ্ট্র) ফিরে যান।

প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচন নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যে ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তাতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না দেশটি।

এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে শুক্রবার থেকে পদক্ষেপ নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

Link copied