ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার কোনো ঘাটতি নেই
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩ এএম

ছবিঃ সংগৃহীত
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, তাঁর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী সবসময়ই সতর্ক। সেদিন (মায়ের কান্না সংগঠনের দেখা করার দিন) তার যাতায়াতের তথ্য সরকার জানতো না। এ রকম আগে ঘটেনি।
রোববার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বলপ্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে হেফজতে ইসলামের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল বৈঠকে হেফাজতে ইসলাম যেসব দাবি দাওয়া তুলে ধরেছে, সেই পরিপ্রেক্ষিতে যৌক্তিকতা অনুযায়ী প্রধানমন্ত্রী সেসব দাবি বিবেচনা করবেন।