হঠাৎ ডিএমপি সদর দফতরে মার্কিন রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩০ অগাস্ট ২০২৩, ০৯:২১ এএম


হঠাৎ ডিএমপি সদর দফতরে মার্কিন রাষ্ট্রদূত

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

এ সময় কমিশনারের সঙ্গে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হরুনর রশিদও ছিলেন বলে জানা গেছে।

বুধবার (৩০ আগস্ট) সকালে ডিএমপি হেডকোয়ার্টারে কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন পিটার হাস।

এই সাক্ষাতের মাধ্যমে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলেও জানানো হয়।

Link copied