নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২, ১১:৩৭ এএম


নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় মার্কিন রাষ্ট্রদূত

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিখোঁজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আজ বুধবার সকালে তিনি সুমনের বাসায় যান। সেখানে তিনি সুমনের পরিবারের খোঁজখবর নেন।

সেখানে তিনি প্রায় ২৫ মিনিট অবস্থান করেন।

তবে এসময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। সুমনের পরিবারের পক্ষ থেকেও কিছু বলা হয়নি।

উল্লেখ্য, ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হয়েছিলেন।

Link copied