অক্টোবরেই সরকারের সঙ্গে দেনাপাওনার মীমাংসা হবে: দুদু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০০ এএম


অক্টোবরেই সরকারের সঙ্গে দেনাপাওনার মীমাংসা হবে: দুদু

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অক্টোবরেই সরকারের সঙ্গে দেনাপাওনার মীমাংসা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

সরকারের উদ্দেশে তিনি বলেন, আন্দোলন এখনও কিছুই দেখেননি। সেপ্টেম্বরের পরে অক্টোবর আসবে। অক্টোবর হবে জালিমের পতনের মাস, স্বাধীনতার, মানবাধিকার মাস। এই অক্টোবর এই সরকারের সঙ্গে দেনা-পাওনার সবকিছু মীমাংসা হয়ে যাবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং আমানুল্লাহ আমান, সালাউদ্দিন আহমেদসহ কারাগারে থাকা নেতাদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মার্কিন ভিসা নীতি আনন্দের সংবাদ না- এমনটি উল্লেখ করে দুদু বলেন, আমাদের দেশের ৫২ বছর বয়স হয়েছে। এই ৫২ বছর বয়সে আমাদের অর্জন আমেরিকার স্যাংশন (যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা) ও ভিসা নীতি। আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় (যুক্তরাষ্ট্র) থাকা অবস্থায় গতকাল (শুক্রবার) ভিসা নীতির কার্যক্রম চালু করেছে। কেন করেছে? কারণ বাংলাদেশে গণতন্ত্র নেই। ভোটার অধিকার নাই।

তিনি আরও বলেন, আপনারা এই দেশ থেকে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা আমেরিকায় টাকা পাঠিয়েছেন বাড়ি কিনেছেন তারা সেগুলো ভোগ করতে পারবেন না। আপনারা যে অন্যায় করেছেন। আমেরিকা ইউরোপ আপনাদের উপর কি করলো সেটা বড় বিষয় না। কিন্তু আমাদের লজ্জা হয়।

Link copied