বর্তমান সরকারের অবস্থা হীরক রাজার মতই হবে: মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৯ এএম


বর্তমান সরকারের অবস্থা হীরক রাজার মতই হবে: মির্জা আব্বাস

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারও রাজত্ব কায়েম করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছে গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, ভোট দেয়ার অধিকার এসবের জন্য। কিন্তু কোনো রাজা-রানীর রাজত্বের জন্যে না। হীরক রাজার দেশে পরিণত করার জন্য না।’

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত রোডমার্চে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

তিনি বলেন, দেশটা হীরক রাজার দেশে পরিণত হয়েছে। হীরক রাজার প্রথম দিকে যেমন ভালো ছিল, শেষের দিকে কিন্তু তেমন ভালো ছিল না। দড়ি ধরে টান দেওয়ার সময় এসেছে। বর্তমান সরকারের অবস্থা হীরক রাজার মতই হবে। তাই জনগণের উদ্দেশ্যে তিনি বলেন দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। দেশ থেকে যে টাকা পাচার হয়েছে তা পাই পাই করে দেশে ফিরিয়ে আনা হবে।

দেশের অর্থনীতিকে দেউলিয়া করে দেয়া হয়েছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, একদিকে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি ও অর্থ পাচার করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে এই সরকার। অন্যদিকে আমরা যারা প্রতিবাদ করি, আমরা যারা প্রতিবাদী আমাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, বাঘের মুখে দিয়ে দেয় আর বাঘ আমাদের খেয়ে ফেলে অর্থাৎ পুলিশ গ্রেপ্তার করে, কোর্টে পাঠায় আর কোর্ট আমাদেরকে জেল দিয়ে দেয়। একটা স্বাধীন দেশ, এই অবস্থা আর চলতে পারে না।

ঝিনাইদহ থেকে খুলনা অভিমুখে বিএনপি’র রোডমার্চের উদ্বোধন করেন মির্জা আব্বাস। আজ বেলা সাড়ে ১২টায় রোডমার্চ শুরু হয় । এর আগে  সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপি।

Link copied