সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সহযোগিতা পাচ্ছি, ইইউ’র চিঠির জবাবে সিইসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৯ এএম


সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের সহযোগিতা পাচ্ছি, ইইউ’র চিঠির জবাবে সিইসি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নির্বাচন সহায়ক পরিবেশ নেই’ উল্লেখ করে বাংলাদেশে পর্যবেক্ষক দল পাঠানো ঝুঁকিপূর্ণ মনে করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যে কারণে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সংস্থাটি পর্যবেক্ষক দল পাঠাবে না বলে চিঠি দিয়েছিল প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি)।

তবে তাদের সেই চিঠির জবাবে সিইসি সাফ জানিয়ে দিয়েছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকার থেকে নির্বাচন কমিশন সব ধরনের সহযোগিতা পাচ্ছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবিব খান সংবাদিকদের এ তথ্য জানান।

ছোট পরিসরে হলেও দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল পাঠাবে বলে আশা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।এমন আশার বিষয়টি ব্যক্ত করে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইইউ’র চিঠির জবাব দিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ইউরোপীয় ইউনিয়নকে চিঠির জবাব দিয়েছেন। উনি সেখানে লিখেছেন যে, আমরা আপনাদের চিঠিটা পেয়েছি। আমরা সরকার থেকে যে ধরনের সাপোর্ট পাচ্ছি, এই সাপোর্টটা থাকলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব। সরকার থেকে পূর্বের মতো সহযোগিতা পাবো বলেও আশা করি।’

Link copied