বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগোতে হবে: সেনাপ্রধান
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, আজকে বাংলাদেশ সেনাবাহিনী অনেক কিছু অর্জন করেছে। বাংলাদেশ জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এটা আমাদের পেশাগত মানের উজ্জ্বল উদাহরণ।
তিনি আরও বলেন, আমাদের এই অর্জনে খুশি হয়ে থেমে থাকলে হবে না, আরও এগোতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগোতে হবে। বাংলাদেশ স্মার্ট হচ্ছে, সেইসঙ্গে সেনাবাহিনীকেও স্মার্ট হতে হবে। টেকনোলজি, রণকৌশল ও বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে আমাদের প্রস্তুত হতে হবে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে শেখ হাসিনা সেনানিবাসে ১৫ তলা বিশিষ্ট সেনাসদস্যদের পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আত্মত্যাগের মানসিকতা নিয়ে আমাদের সবসময় কাজ করতে হবে উল্লেখ করে এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, কষ্ট করার জন্যই আমরা সেনাবাহিনীর এই চ্যালেঞ্জিং পেশায় এসেছি। নিজেদের প্রস্তুত করে দেশে-বিদেশে সরকার কর্তৃক যেকোনো দায়িত্ব সঠিকভাবে পালন করে মানুষের কাছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।