বান্দরবানে সেনাবাহিনী-কেএনএফ গোলাগুলিতে আহত ১

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩২ এএম


বান্দরবানে সেনাবাহিনী-কেএনএফ গোলাগুলিতে আহত ১

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের রুমার জাইঅং পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে  কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেএনএফের এক সদস্য আহত হ‌য়ে‌ছেন।

এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হ‌য়ে‌ছে। সোমবার (১৮‌ সেপ্টেম্বর) সকাল ১০টার দি‌কে এ ঘটনা ঘটে।

আহত বয়রাম বম রুমা সদরের বেতেল পাড়া এলাকার জারেম লাল বমের ছেলে। তিনি কেএনএফের সদস্য বলে জানা গেছে।

সেনাবাহিনীর কয়েকটি সূত্র ও স্থানীয়রা জানান, রুমার জাইঅং পাড়ার কাছে কেএনএফের এক‌টি দল অবস্থান করছে এমন খবর পেয়ে সেনাটহল দল সেখানে যায়। তখন সেখানে আগে থেকে ওত পে‌তে থাকা কেএনএফ সদস্যরা সেনাটহল দলকে লক্ষ্য ক‌রে গু‌লি চালায়। এ সময় সেনাবাহিনীও আত্মরক্ষা‌র্থে পাল্টা গু‌লি চালালে কেএনএফের এক সদস্য আহত হয়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ বায়রাম বমকে আটক করা হয়। প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, রুমায় কেএনএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় অস্ত্রসহ আহত এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

Link copied