জয়পুরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

জুয়েল শেখ, জয়পুরহাট

প্রকাশিত: ৩ অগাস্ট ২০২৩, ০১:৫৪ পিএম


জয়পুরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুত্বর আহত ছয় জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক ভাবে ফায়ার সার্ভিসের ধারণা, চালকের সহকারীর মাধ্যমে বাসটি টার্মিনাল থেকে চালিয়ে আনা হচ্ছিলো। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাফুদৌলা বলেন, আহত ২৫ জন যাত্রীর মধ্য ১২ জন হাত-পায়ে আঘাত পেয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয় জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেহেদুল ইসলাম নামে এক যাত্রীকে বগুড়ায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত বাস যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার আক্কেলপুর বাস টার্মিনাল থেকে দাদা-নাতি পরিবহন নামের বাসটি বগুড়ার উদ্দেশে ছাড়ে। বাসটিতে চালক ও সহকারী সহ মোট ৩০ জন যাত্রী ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভিকনীতে এসে একটি সিমেন্ট বোঝাই ট্রাককে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে যায়। এতে বাসের সহকারী সহ ২৫ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খালের পানিতে পড়া বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করেন। এর মধ্যে ১২ জন যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। 

আহত যাত্রী নিজাম উদ্দিন বলেন, বগুড়ায় যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে বাসটিতে উঠে ছিলাম। বাসটিতে মোট ৩০ জনের মতো যাত্রী ছিল। বাসটি ভিকনী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আমাদের উদ্ধার করেন।

জহুরা খাতুন নামে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষিকা বলেন, আক্কেলপুর থেকে বাসে উঠে কর্মস্থলে যাচ্ছিলাম। ভিকনী এলাকায় পৌঁছার পর একটি ট্রাক গেল। এরপর কিছু বুঝে ওঠার আগেই বাসটি খালে পড়ে যায়। স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করেন।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আমির আলী সাংবাদিক দেরকে বলেন, বাস চালকের বাড়ি গোপীনাথপুর এলাকায়। বাসের চালককে পাওয়া যায় নি। চালকের সহকারী টার্মিনাল থেকে বাসটি চালিয়ে আসছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খালের পানি থেকে বাসটি উপরে তোলার জন্য ক্রেন আনা হচ্ছে। যাত্রীরা আহত হলেও কেউ মারা যায়নি।

Link copied