এক্সপ্রেসওয়েতে বাসে চড়ে আধা ঘণ্টায় খামারবাড়ি থেকে উত্তরা
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ এএম

ছবিঃ সংগৃহীত
এয়ারপোর্ট বা উত্তরা যেতে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে অপেক্ষার দিন শেষ। এখন থেকে মাত্র আধা ঘণ্টার মধ্যেই যাওয়া যাবে খামারবাড়ি থেকে বিমানবন্দর হয়ে জসীমউদ্দীন রোড পর্যন্ত।
নগরবাসীর যাতায়াত সুগম করতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। লোকাল ভাড়া দিয়েই যাওয়া যাবে এই পথে।
বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ৮টি বাস দিয়ে এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিআরটিসি।
তবে এক্সপ্রেসওয়ে ব্যবহার করলেও এর জন্যে অতিরিক্ত ভাড়া গুনতে হবে না যাত্রীদের বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গণপরিবহণ চললে পথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগবে কম। কিন্তু অসুবিধা একটাই- মাঝপথে ওঠানামা করার সুযোগ নেই।
ফার্মগেট থেকে বিমানবন্দর পর্যন্ত বিরতিহীনভাবে যাত্রীরা চলাচল করতে পারবেন। ১৬০ টাকা টোল দেওয়ার পরও আপাতত বাসভাড়া বাড়ছে না। কিলোমিটার প্রতি ২ টাকা ৪৫ পয়সা হিসেবেই যাত্রীদের ভাড়া দিতে হবে বলে জানিয়েছে বিআরটিসি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরদিন রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় উড়াল পথটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়।