গ্যাবনের রাষ্ট্রক্ষমতা দখল করলো সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ অগাস্ট ২০২৩, ০৯:৩৫ এএম


গ্যাবনের রাষ্ট্রক্ষমতা দখল করলো সেনাবাহিনী

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি দাবি করে আফ্রিকার দেশ গ্যাবনে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করেছেন দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই এই অভ্যুত্থানের ঘটনা ঘটে।

আজ সকালে গ্যাবনের সেনাদল গ্যাবন ২৪ টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে ঘোষণা দেন, তাঁরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছেন এবং গ্যাবন প্রজাতন্ত্রের সব প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছেন।

তারা বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন, অপ্রত্যাশিত শাসনব্যবস্থার ফলে সামাজিক সংহতির ক্রমাগত অবনতি ঘটছে, যা দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে।

আমরা কমিটি ফর ট্রানজিশন অ্যান্ড রেস্টোরেশন অব ইনস্টিটিউশনের পক্ষ থেকে বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। ’

Link copied