গ্যাবনে সেনা অভ্যুত্থান, রাজপথে জনগণের উল্লাস
প্রকাশিত: ৩১ অগাস্ট ২০২৩, ০৭:৫৭ এএম

ছবিঃ সংগৃহীত
নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি দাবি করে আফ্রিকার দেশ গ্যাবনে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করেছেন দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই এই অভ্যুত্থানের ঘটনা ঘটে।
গ্যাবনের সেনাদল গতকাল গ্যাবন ২৪ টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে ঘোষণা দেন, তাঁরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছেন এবং গ্যাবন প্রজাতন্ত্রের সব প্রতিষ্ঠান ভেঙে দিচ্ছেন।
তারা বলেন, ‘দায়িত্বজ্ঞানহীন, অপ্রত্যাশিত শাসনব্যবস্থার ফলে সামাজিক সংহতির ক্রমাগত অবনতি ঘটছে, যা দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে।
আমরা কমিটি ফর ট্রানজিশন অ্যান্ড রেস্টোরেশন অব ইনস্টিটিউশনের পক্ষ থেকে বর্তমান শাসনের অবসান ঘটিয়ে শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি। ’
পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনে সেনাবাহিনীর হাতে প্রেসিডেন্ট আলি বঙ্গোর নেতৃত্বাধীন ফ্রান্সপন্থী সরকারের পতন হওয়ায় জনগণ রাস্তায় নেমে আনন্দ উদযাপন করেছে।
রাজধানী লিব্রেভিলের রাস্তায় জেনারেল এনগুয়েমারকে তার সৈন্যরা কাঁধে তুলে বিজয় মিছিল করে।
এদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বঙ্গো তার বাড়ি থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং ‘সারা বিশ্বের বন্ধুদের’ তার পক্ষে ‘সরব হওয়ার’ আহ্বান জানিয়েছেন।