পাবনায় দুস্থদের ঈদ উপহার দিলেন সেনাবাহিনী

শেখ সাখাওয়াত হোসেন

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩, ০৪:২৮ পিএম


পাবনায় দুস্থদের ঈদ উপহার দিলেন সেনাবাহিনী

ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর-১১ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর বগুড়ার পক্ষ থেকে ২০০ জন দুস্থ মানুষকে ঈদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ঈশ্বরদী এস এম স্কুল অ্যান্ড কলেজ মাঠ চত্বরে এই ঈদ সামগ্রী বিতরণ করেন, ঈশ্বরদী মিলিটারি ফার্মের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রেজাউল করিম।

বগুড়া সেনানিবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধানের নির্দেশে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ঈশ্বরদীতে অসহায় ও দুস্থ মানুষকে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণে সমন্বয় করেন ঈশ্বরদী মিলিটারি ফার্মের মেজর মঈনুল ইসলাম। এ সময় মিলিটারি ফার্মের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদী মিলিটারি ফার্মের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রেজাউল করিম একাত্তর পোস্ট কে জানান, বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এ ক্ষুদ্র চেষ্টা। এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে সেনাবাহিনীর কাছ থেকে ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে এলাকার সাধারণ মানুষেরা আনন্দ প্রকাশ করেন বলে এক বিজ্ঞপ্তিকে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, প্রতি বছরই বাংলাদেশ সেনাবাহিনী জনহিতকর কাজের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকে।

Link copied