৫-৭ বছরের মধ্যে মামলা জট কমে আসবেঃ প্রধান বিচারপতি
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারক সংকটের কারণে মামলার জট কমানো যাচ্ছে না। কম সংখ্যক বিচারক দিয়ে মামলা চালাতে হচ্ছে। এত বেশি মামলা যা স্বল্প সংখ্যক বিচারক দিয়ে কমানো সম্ভব হবে না। তবে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
পরে বুধবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করে ৬ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তুর উদ্বোধন করেন। পরে ক্যাম্পাস চত্বরে অনুষ্ঠিত আলোচনাসভায় যোগ দেন।
তিনি বলেন, আমাকে যদি কেউ প্রশ্ন করে জীবনের সবচেয়ে ভালো দিনগুলো কোথায় কাটিয়েছি, জবাবে বলব সাতক্ষীরায়। এখানে কাটানো দুইবছর জীবনের শ্রেষ্ঠ সময় ছিল।
প্রধান বিচারপতি আরও বলেন, ১৯৭৪ সালে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলাম। সে সময়ে ক্লাসের ফাঁকে কলেজের লেকে বসে থাকা, বরই খেতে খেতে বন্ধুদের সঙ্গে গল্প করা ছিল জীবনের রঙিন ইতিহাস। সাতক্ষীরা আমার জন্মস্থান না হলেও জীবনের রঙিন সময়গুলো এখানে কাটিয়েছি।