সারা দুনিয়ার শোষিত ও বঞ্চিত মানুষের প্রিয় ছিলেন বঙ্গবন্ধু: প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:০০ এএম


সারা দুনিয়ার শোষিত ও বঞ্চিত মানুষের প্রিয় ছিলেন বঙ্গবন্ধু: প্রধান বিচারপতি

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, সারা দুনিয়ার শোষিত ও বঞ্চিত মানুষের প্রিয় ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে শপথ নিতে সকাল ১১টার আগে বঙ্গভবনে প্রবেশ করেন ওবায়দুল হাসান।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।

বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে প্রধান বিচারপতি লিখেছেন, বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে অনেক বীর রয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন তাদের সবার উপরে। অন্যরা হয়তো তাদের নিজ নিজ ক্ষেত্রে শীর্ষে পৌঁছেছেন, কিন্তু বঙ্গবন্ধুর বীরত্বগাঁথা সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমাদের জন্য একটি দেশ এনে দিয়েছেন। বিশ্বে প্রতিষ্ঠা করেছেন বাঙালি জাতির একমাত্র জাতি রাষ্ট্র বাংলাদেশ। সারা দুনিয়ার শোষিত ও বঞ্চিত মানুষের প্রিয় মানুষ ছিলেন বঙ্গবন্ধু। 

Link copied