বিচারাঙ্গনের দুর্নীতি অপসারণ কঠিন কোনো কাজ হবে না: প্রধান বিচারপতি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ এএম

ছবিঃ সংগৃহীত
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে বিশ্বাস করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
প্রধান বিচারপতি বলেন, আমরা আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি মিলে যদি একসঙ্গে উদ্যোগ নিই, তাহলে বিচারাঙ্গনের দুর্নীতি অপসারণ করা কঠিন কোনো কাজ হবে না। শতভাগ না পারলেও অনেকাংশে আমরা সফল হতে পারব। দুর্নীতি নিশ্চয়ই কমবে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই জিরো টলারেন্সে বিশ্বাস করি।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব বলেন।
উল্লেখ্য, আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস, এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে জেলা বারের সনদ প্রাপ্ত হন। ১৯৮৮ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে এবং ২০০৫ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।