ওটিটি প্ল্যাটফর্ম: খসড়া নীতিমালা থেকে বাদ ‘সংবাদ বা টক শো’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৩, ১১:২০ এএম


ওটিটি প্ল্যাটফর্ম: খসড়া নীতিমালা থেকে বাদ ‘সংবাদ বা টক শো’

ছবিঃ সংগৃহীত

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম নির্ভর কনটেন্ট তদারকি, নিয়ন্ত্রণ ও এই খাত থেকে রাজস্ব আদায় সংক্রান্ত খসড়া নীতিমালা থেকে “সংবাদ বা টক শো” বাদ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রোববার এ সংক্রান্ত প্রস্তাবিত সংশোধিত নীতিমালার পরিবর্তন এনে তা বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। 

এ সময় আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ। বিটিআরসির পক্ষ আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় শুনানি করেন। এরপর আদালত আদেশের জন্য আগামী ১০ জানুয়ারি দিন ধার্য করেন।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় “ওভার দ্য টপ (ওটিটি) কনটেন্টভিত্তিক পরিষেবা প্রদান এবং পরিচালনা নীতিমালা-২০২১” এর খসড়া নীতিমালার ক্লোজ ১৫(৬) তে বলা হয়েছিল “ওটিটি প্ল্যাটফর্মে সংজ্ঞায়িত কনটেন্ট ব্যতীত কেবলমাত্র বিনোদনমূলক অনুষ্ঠান, বিজ্ঞাপন ইত্যাদি প্রচার করা যাইবে। তবে কোনোক্রমেই সংবাদ বা টক শো পরিবেশন করা যাইবে না।”

তবে সংশোধিত খসড়া নীতিমালায় কিছু পরিবর্তন এনে আজ হাইকোর্টে দাখিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

‘ওভার দ্য টপ (ওটিটি) কনটেন্টভিত্তিক পরিষেবা প্রদান এবং পরিচালনা নীতিমালা-২০২১’ থেকে সেটাকে ২০২২ করে সংশোধিত ১৩(৩) ক্লজে বলা হয়েছে 'সংজ্ঞায়িত কন্টেন্ট ব্যতীত কোনো ধরনের কন্টেন্ট সম্প্রচার করা যাইবে না।’

এক্ষেত্রে দেখা যাচ্ছে আগে জমা দেওয়া খসড়া থেকে ‘সংবাদ বা টকশো’ শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে।

Link copied