জওয়ান সিনেমার ওটিটি স্বত্ব চড়া দামে কিনল নেটফ্লিক্স
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত
বিশ্বব্যাপী ‘জওয়ান’ সিনেমা মুক্তি পেয়েছে গেল ৭ সেপ্টেম্বর। মুক্তির পর প্রথম শো থেকে হাউজফুল যাচ্ছে এটি। এবার বলিউড বাদশা অভিনীত সিনেমাটির ওটিটি স্বত্ব চড়া দামে কিনে নিয়েছে নেটফ্লিক্স।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির পর থেকে দক্ষিণী সিনেমার কাছে কুপোকাত হতে হয় বলিউডকে। তবে সেই দৃশ্য পাল্টে দিয়েছেন শাহরুখ খান।
শাহরুখ খান অভিনীত 'জওয়ান' সিনেমা বক্স অফিসে একটার পর একটা রেকর্ড ভেঙে দিচ্ছে। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া 'জওয়ান' ৬ দিনে ৬০০ কোটি আয় করে নিয়েছে।
ভারতের বক্স অফিসে 'জওয়ান' প্রায় ৩৫০ কোটি ছুঁয়ে ফেলেছে। অন্যদিকে বিশ্বজুড়ে এটি ৬ দিনে ৬০০ কোটি টাকা আয় করে ফেলল। এখনও এক সপ্তাহ হয়নি তার আগেই ৬০০ কোটির গণ্ডি টপকে গেল অ্যাটলি পরিচালিত এই ছবি।
বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনেই সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন এই সিনেমা।
সিনেমাটি পরিচালনা করেছেন তামিলের জনপ্রিয় পরিচালক আটলি কুমার। শাহরুখ খানের হোম প্রোডাকশন রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হয়েছে ‘জওয়ান’।
এ সিনেমায় শাহরুখ ছাড়াও দেখা যাবে তামিল তারকা বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, যোগী বাবুসহ অসংখ্য তারকাকে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও।
হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। যার বাজেট ৩০০ কোটি রুপি। এই প্রথমবার নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখকে।