প্রতিনিধি নিয়োগ দিচ্ছে একাত্তর পোস্ট

নিজস্ব প্রতিবেদক, একাত্তর পোস্ট

প্রকাশিত: ৮ জুলাই ২০২২, ০২:০৮ পিএম


প্রতিনিধি নিয়োগ দিচ্ছে একাত্তর পোস্ট

প্রতিনিধি নিয়োগ দিচ্ছে একাত্তর পোস্ট। ছবিঃ একাত্তর পোস্ট

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আপনি কি যেকোনো বড় ধরনের ঘটনা দ্রুত মোবাইল ফোনে টাইপ করতে পারদর্শী? ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও দ্রুত পাঠাতে পারবেন? তাহলে প্রস্তুতি নিন আপনার জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা করার জন্য।

আপনাকে সুযোগ দিতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল একাত্তর পোস্টের জন্য প্রতিনিধি নিয়োগ করা হবে। সাংবাদিকতায় দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে এমন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান আগ্রহী ব্যক্তিগণ আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম- একাত্তর পোস্ট

পদের নামঃ সাব-এডিটর, নিউজ পাবলিশার, ভিডিও এডিটর, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (নির্ধারিত এলাকা খালি থাকা সাপেক্ষে)

আবেদনের যোগ্যতাঃ

► শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস

► অভিজ্ঞদের পাশাপাশি অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন; তবে থাকতে হবে কাজ করার মানসিকতা

► মোবাইলে ভিডিও ধারণ ও লাইভ করতে পারদর্শী হলে অগ্রাধিকার দেওয়া হবে

► যোগাযোগে হতে হবে দক্ষ

আবেদন যেভাবেঃ

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন এই ঠিকানায়ঃ career@ekattorpost.com (পদের নাম মেইলের সাবজেক্টে উল্লেখ করতে হবে)।

আবেদনের সর্বশেষ তারিখঃ

আগমী ২০শে জুলাই আবেদনের সর্বশেষ তারিখ। ২০শে জুলাই এর পর আবেদন গ্রহণযোগ্য হবে না।

যেকোনো সমস্যা অথবা যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুনঃ

►ফোনঃ +880 9611 87 33 76        ►হোয়াটসঅ্যাপঃ +880 1841 64 68 79

Link copied