৩ সেপ্টেম্বর থেকে ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১ অগাস্ট ২০২৩, ০৫:৩৫ পিএম


৩ সেপ্টেম্বর থেকে ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা

ছবিঃ প্রতীকি

একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে নিয়োগে ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডার পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। 

সোমবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই তারিখ জানান হয়।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র জানিয়েছে, ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা পহেলা সেপ্টেম্বর থেকে শুরুর পরিকল্পনা করা হয়েছিল। তবে ১ ও ২ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় ৩ সেপ্টেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু করা হবে।

আগামী ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাজধানীর শেরেবাংলা নগরে কমিশনের প্রধান কার্যালয়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

Link copied